আন্দোলন ও সংগঠনের নীতি নির্ধারণ এবং মৌলিক পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন এবং আমীরে মজলিসকে পরামর্শদানের জন্য খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা গঠিত। এ সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা নিম্নরূপ সদস্যদের নিয়ে গঠিত হয়ঃ

(ক) কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সকল সদস্য (খ) জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক (গ) প্রয়োজনবোধে অনধিক পঞ্চাশজন মনোনীত সদস্য।
এ ছাড়া উপদেষ্টা পরিষদের সদস্যগণ পদাধিকারবলে শূরার অধিবেশনে যোগদান করতে পারেন।

কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যগণ সেশনের প্রথম অধিবেশনে উপস্থিত হয়ে আমীরে মজলিস-এর নিকট শপথ গ্রহণ করেন। সাধারণতঃ প্রতি বছর কেন্দ্রীয় মজলিসে শূরার দু’টি সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় মজলিসে শূরাই আন্দোলনের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থার দায়িত্ব পালন করে।