ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলন সম্পন্ন: ইলিয়াস আহমদ কেন্দ্রীয় সভাপতি, খালেদ আহমদ সেক্রেটারি জেনারেল

ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০১৭ঃ খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, শুধু মুসলমান হওয়ার করণে জাতিসংঘ, ওআইসিসহ সারা দুনিয়ার সামনে রোহিঙ্গা মুসলিম জাতি গোষ্ঠিকে ধ্বংস করে দেয়া হবে তা কোনভাবেই মানা যায় না। রোহিঙ্গা মুসলমানদের রক্ষায় আরাকানে জাতিসংঘ শান্তিরক্ষী মোতায়েন করতে হবে। মিয়ানমারের উপর অস্ত্র নিষেধাজ্ঞাসহ অবরোধ আরোপ করতে হবে। সেখানে জাতিসংঘের তত্ত্বাবধানে রোহিঙ্গাদের জন্যে নিরাপত্তা জোন সৃষ্টি করতে হবে। মিয়ানমারের সরকার ও সেনাবাহিনীর বর্বরতার বিরুদ্ধে বিশ্ববাসীকে কঠোর সিদ্ধান্ত গ্রহন করতে হবে। আজকে যেসব রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তার জান, মাল, ইজ্জতের নিরাপত্তা বিধান করতে হবে। ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আজ ২২ সেপ্টেম্বর, সকাল ৯টায় রাজধানীর শাহজাহানপুরস্থ মাহবুব আলী ইনস্টিটিউট মিলনায়তনে ইসলামী ছাত্র মজলিসের বিদায়ী কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজীজুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল ইলিয়াস আহমদের পরিচালনায় উক্ত সদস্য সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

এ সদস্য সম্মেলনে সারা দেশ থেকে আগত সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০১৭-২০১৮ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়াস আহমদ এবং সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন খালেদ আহমদ।

সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রুহুল আমীন সাদী, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মুস্তাফিজুর রহমান ফয়সল, সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি মুহাম্মদ হুজাইফা, সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেটতাওহীদুল ইসলাম তুহিন, সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, খেলাফত মজলিসের কেন্দ্রীয় অর্থ ও আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুহাম্মদ মিজানুর রহমান, খেলাফত মজলিসের শিল্পবিষয়ক সম্পাদক আমিনুর রহমান, সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ মাসুদ হোসাইন, কে এম জুলহাস, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক খালেদ আহমদ, কেন্দ্রীয় অফিস ও বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ ফরিদ উদ্দীন, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান কিবরিয়া, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি মনসুরুল আলম মনসুর, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি মনির হোসাইন, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি মুহাম্মদ শাহীন, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও চট্ট্গ্রাম মহানগরী সভাপতি ইয়াসির আরাফাত, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও বরিশাল মহানগরী সভাপতি এস.এম জাকির হোসাইন প্রমূখ।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে ড. আহমদ আবদুল কাদের বলেন, আজকে বিশ্বে নানামুখী সংকঠ চলছে। বিশেষকরে মুসলিম বিশ্ব প্রকট সংকটের মুখোমুখী। এ সংকট মোকাবেলায় মুসলমানদের জ্ঞান ও চরিত্রের বলে বলিয়ান হতে হবে। ছোট খাটো মতপার্থক্য ভুলে সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। মুসলিম দেশগুলোতে প্রকৃত ঈমানদার মুসলমানদের নেতৃত্ব কায়েম করতে হবে।