‘ধর্মভিত্তিক রাষ্ট্র’ বিষয়ে রাষ্ট্রপতির বক্তব্যের তীব্র প্রতিবাদ খেলাফত মজলিসের
ঢাকা, ১ অক্টোবর ২০১৭: রাষ্ট্রপতি আবদুল হামিদ বিগত ২৯ সেপ্টেম্বর রাজধানী একটি পূজামন্ডপ পরিদর্শণে নিয়ে প্রদত্ত তাঁর বক্তব্যে ’ধর্মভিত্তিক রাষ্ট্র’ বিষয়ে যে মন্তব্য করেছেন তার তীব্র প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, বিশ্বব্যাপী অশান্তির মূলকারণ হচ্ছে ধর্মহীন রাজনীতি ও ভোগবাদী সমাজ ও রাষ্ট্রব্যবস্থা। রাষ্ট্রপতি তার বক্তব্যে বিশ্ববাসীকে ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণা থেকে বেড়িয়ে আসার আহ্বান জানিয়ে কল্যাণময় ইসলামী রাষ্ট্রব্যবস্থার শ্বাসত বিধানকে হেয় প্রতিপন্ন করেছেন। ইসলাম নিছক কোন ধর্ম নয় বরং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব কিছু ইসলামী আদর্শের আলোকে পরিচালিত করতে পারলেই দুনিয়ার শান্তি ও কল্যাণ নিশ্চিত করা সম্ভব। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র-বাংলাদেশের রাষ্ট্র ধর্ম হচ্ছে ইসলাম। বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ঢালাওভাবে ধর্মভিত্তিক রাষ্ট্রের বিরুদ্ধে বিশোদ্গারমূলক বক্তব্য প্রদান অনভিপ্রেত ও দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের চিন্তা ও বিশ্বাসের পরিপন্থী। সবাইকে মনে রাখতে হবে, ধর্মের নামে কোন ধরণের চরমপন্থা বা উগ্রবাদী আচরণ ইসলাম কখনোই সমর্থন করে না। কিন্তু একজন মুসলমান হিসেবে ইসলামের কল্যাণ রাষ্ট্রের বিধানকে অস্বীকার করার কোন অবকাশ নেই। মহানবী হযরত মুহাম্মদ সাঃ ও খোলাফায়ে রাশেদীন পরিচালিত রাষ্ট্রব্যবস্থাই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শান্তিময়, নিরাপদ ও জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা। বর্তমান অশান্ত পৃথিবীর মানুষের মুক্তির একমাত্র পথ হচ্ছে আল্লাহ প্রদত্ত জীবনব্যবস্থা দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করা।

বিবৃতিতে নেতৃদ্বয় ধর্মীয় রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রপতির দেয়া বক্তব্য অবিলম্বে প্রত্যাহর করার দাবী জাাননা।