৫ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে ‘জাতিগত নির্মূল অভিযান ও গণহত্যার শিকার রোহিঙ্গা জনগোষ্ঠিকে রক্ষায় করণীয়’ শীর্ষক সেমিনার

ঢাকা, ২ অক্টোবর ২০১৭: খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠির উপর মিয়ানমারের জাতিগত নির্মূল অভিযান ও গণহত্যা বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। রোহিঙ্গা ইস্যুতে অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক কোন রকম সিদ্ধান্ত বা প্রস্তাব গ্রহন ছাড়াই শেষ হওয়া অত্যন্ত দু:খজনক। নিরাপত্তা পরিষদের এ ব্যর্থতায় আরাকানের রোহিঙ্গা জনগোষ্ঠির উপর মিয়ানমার সেনাবাহিনী ও উগ্রবাদী বৌদ্ধদের জুলুম-নির্যাতনের মাত্রা আরো বেড়ে যাওয়ার আশংকা রয়েছে। তাই শুধু রুটিন বক্তব্য, বিবৃতি দিয়ে কোন কাজ হবে না। মিয়ানমারের সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞাসহ আন্তর্জাতিক অবরোধ আরোপ করতে হবে। রোহিঙ্গাদেরর রক্ষায় রাখাইন রাজ্যে জাতিসংঘ শান্তিরক্ষী মোতায়েনের কার্যকর উদ্যোগ নিতে হবে। বিশ্বব্যাপীকে এ নির্মূল অভিযান ও গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। একই সাথে বাংলাদেশে আশ্রয় গ্রহনকারী রোহিঙ্গা শরণার্থী নারী, পুরুষ শিশুদের জান, মাল, ইজ্জতের নিরাপত্তা বিধানে ও মানবিক সহয়াতা নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গতকাল সন্ধ্যা ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবর রহমান, অধ্যাপক মোহাম্মদ খালেকুজ্জামান, যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, মুহাম্মদ মুনতাসির আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক মো: আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, মাওলানা তোফাজ্জল হোসনে মিয়াজী, মাওলানা আজিজুল হক প্রমুখ।
বৈঠকে আগামী ৫ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার সকাল ১০:৩০টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে খেলাফত মজলিসের উদ্যোগে অনুষ্ঠিতব্য ‘জাতিগণ নির্মূল অভিযান ও গণহত্যার শিকার রোহিঙ্গা জনগোষ্ঠিকে রক্ষায় করণীয়’ শীর্ষক সেমিনার সফলের জন্যে সকলের প্রতি আহ্বান জানান হয়।