ঢাকা, ১৫ অক্টোবর ২০১৭ঃ খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট মূ. খলীলুর রহমান(ওলীপুরী) আজ ১৫ অক্টোবর বেলা সোয়া ১টায় কুড়িগ্রাম শহরস্থ নিজ বাসায় ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দীর্ঘ দিন যাবত দূরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। তিনি মা, স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে যান। আগামীকাল( ১৬ অক্টোবর) সোমবার সকাল ৮ টায় জানাজা শেষে কুড়িগ্রামের উলীপূরের ধরণী বাড়ীর মুন্সী বাড়ীর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট মূ. খলীলুর রহমানের মৃত্যুতে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের গভীর শোক প্রকাশ করে বলেন, আজীবন সংগ্রামী আলহাজ্ব এডভোকেট মু. খলীলুর রহমান আমৃত্যু দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে নিয়োজিত ছিলেন। তিনি ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। প্রদত্ত এক যৌথ শোক বাণীতে নেতৃদ্বয় এডভোকেট মু. খলীলুর রহমানে রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এ ছাড়া খেলাফত মজলিস কুড়িগ্রাম জেলা সভাপতি মাওলানা আবু সাঈদ ও সাধারণ সম্পাদক মাওলানা কাজী নূরুজ্জামান এডভোকেট মূ. খলীলুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।