ঢাকা, ১০ অক্টোবর ২০১৭ঃ খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাক বলেছেন, ইসলামী হুকুমত ছাড়া দেশে কোন ভাবেই শান্তি আসবে না। দেশে দিন দিন ধর্ষণ, ছিনতাই, অবিচার, অনাচার বেড়েই চলছে-। তিনি বলেন, এসব বন্ধে খেলাফত ভিত্তি রাষ্ট্র প্রতিষ্ঠা এবং কুরআন-সুন্নাহর আইন চালু করা ছাড়া কোন উপায় নেই। তাই, মানুষের ভাগ্যের পরিবর্তনে খেলাফত প্রতিষ্ঠায় সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে।
গতকাল বৃহস্পতিবার খেলাফত মজলিস সিলেট মহানগর ও জেলা শাখার উদ্যোগে নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত সিলেট বিভাগীয় উলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

“উলামায়ে কেরামের ঐক্য চাই, খেলাফত ভিত্তিক রাষ্ট্র চাই” শীর্ষক সম্মেলনে শিরোনাম আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের। সম্মেলনে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় নায়েবে আমীর প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ।

সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও সিলেট মহানগর সাধারণ সম্পাদক কে.এম আবদুল্লাহ আল মামুন, সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান ও জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুখলিছুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে দলীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র নায়েবে আমীর অধ্যক্ষ মোহাম্মদ মাসউদ খান, নায়েবে আমীল মাওলানা আব্দুল বাসিত আজাদ, মাওলানা সাখাওয়াত হোসাইন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ শফিক উদ্দিন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী। সম্মেলনে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এছাড়াও সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য হাফিজ মাওলানা নূরুজ্জামান, প্রিন্সিপাল সৈয়দ মুহিবুর রহমান, সিলেট মহানগর সভাপতি অধ্যাপক মোঃ বজলুর রহমান, সহ সভাপতি ডা. আবু হাসিন, শাহ আশিকুর রহমান, আব্দুল হান্নান তাপাদার, অধ্যক্ষ আব্দুল হান্নান, মাওলানা রওনক আহমদ, জেলা সহ-সভাপতি মাওলানা কারী সিরাজুল ইসলাম, ডা. শাহিদ আহমদ, মাওলানা শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ, সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ, মৌলভীবাজার জেলা সভাপতি অধ্যাপক মাওলনা মোহাম্মদ আব্দুস সবুর, সাধারণ সম্পাদক মাওলানা আহমদ বিলাল, সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা ইমাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা খলিল আহমদ, কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক আমিনী, খুলনা জেলা প্রচার সম্পাদক মাওলানা ওয়াহিদুজ্জামান বক্তব্য রাখেন।
সম্মেলনে সিলেটের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের মধ্যে বক্তব্য রাখেন শায়খুল হাদীস মাওলানা আব্দুস শহীদ শায়খে গলমুকাপনী, শায়খুল হাদীস মাওলানা রফিকুল হক তোবাঙ্গী, শায়খুল হাদীস মাওলানা মোস্তফা কামাল চৌধুরী, মাওলানা নুরুল ইসলাম শায়খে বিশ^নাথী, শায়খ মাওলানা আব্দুস সালাম বাগরখলী, শায়খুল হাদীস মাওলানা আব্দুল হেকীম নিশাপটী, মাওলানা আব্দুস সাত্তার ও মাওলানা আব্দুল জলীল সাহেবজাদায়ে মামরখালি, শায়েখ মাওলানা নুরুল ইসলাম, শায়খুল হাদীস মাওলানা আব্দুল হাই চৌধুরী, শায়খুল হাদীস মাওলানা আব্দুস শাকুর, মুফতী মোহাম্মদ জাকারিয়া, মাওলানা হারুনুর রশীদ আল আজাদ, মাওলানা মুহিব্বুর রহমান মিঠিপুরী, মাওলানা হাবীব আহমদ শিহাব, মাওলানা সাইদুর রহমান প্রমুখ।
শিরোনাম আলোচকের বক্তব্যে দলের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের বলেন, মহানবী (সাঃ) মক্কায় ১৩ বছর দ্বীন কায়েমের চেষ্টা করেছেন। মদীনায় হিজরত করে রাষ্ট্র গঠন করে ইসলামকে বিশ্বে বিজয়ী আদর্শ হিসেবে রেখে যান। আজ ঐক্যবদ্ধ হতে হবে। দুর্নীতির বিরুদ্ধে শুধু কথা বললে চলবে না, এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, ইসলামী রাজনীতি হলো মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ। হযরত হাফেজ্জী হুজুর রহ.’র ন্যায় উলামায়ে কেরামকে আবারো রাজপথে নেমে আসতে হবে। সমাজ ও রাষ্ট্রের নেতৃত্বের আসনে উলামায়ে কেরামকে বসাতে হবে। তাহলে ফাসেক ও দুর্নীতি পরায়ণদের রাজত্ব খতম হবে।

আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট হচ্ছে শাহজালাল(র.), শাহপরান(র.) ও হুসাইন আহমদ মাদানীর (র.) স্মৃত বিজড়িত শহর। এ শহরকে প্রকৃত অর্থেই আধ্যাত্মিক রাজধানীতে পরিণত করতে চাই।
সংগঠনের জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে আরো বক্তব্য রাখেন ছাত্র মজলিসের সেক্রেটারী জেনারেল খালেদ আহমদ, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সদস্য ও সিলেট মহানগর সভাপতি মোঃ শাহীন, পূর্ব জেলা সভাপতি বিলাল আহমদ চৌধুরী, পশ্চিম জেলা সভাপতি মোহাম্মদ জারির হোসাইন, সুনামগঞ্জ জেলা সভাপতি মোহাম্মদ আতাউল হক, হবিগঞ্জ জেলা সভাপতি শিব্বির আহমদ আবির, শাবিপ্রবি সভাপতি মোহাম্মদ খসরুল আলম প্রমুখ।