জেরুজালেমকে ইসলাইলের রাজধানী করার চেষ্টা মুসলিম বিশ্ব মেনে নেবে না

ঢাকা, ৬ ডিসেম্বর ২০১৭: খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, ইসলাম ও মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্যে বিশ্বব্যাপী গভীর ষড়যন্ত্র চলছে। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে ভ্রাতৃঘাতি যুদ্ধ ছড়িয়ে দেয়া হয়েছে। আরাকানের রোহিঙ্গা মুসলমানদের উপর মিয়ানমারের গণহত্যা ও জাতিগত নিধনযজ্ঞ চলছে। লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমনদের উদ্বাস্তুতে পরিনত করা হয়েছে। কাস্মীরে স্বাধীনতাকামী মুসলমানদের উপর অর্ধশতাব্দির অধিককাল যাবৎ নির্যাতন চলছে। ফিলিস্তিনীদের নিজ আবাসভূমি থেকে বিতাড়িত করে সেখানে ইহুদীবাদী অবৈধ ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে। এখন মুসলমানদের পবিত্র ভূমি আল-আকসা মসজিদের নগরী জেরুজালেমকে ইসলাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হবে জেরুজালেম। সেটা ঠেকানোর জন্যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প তেলআবিব থেকে জেরুজালেমে ইসরাইলের মার্কিন দূতাবাস স্থানান্তরের চেষ্টা করছে। মুসলিম বিশ্ব আমেরিকার এ অন্যায় পদক্ষেপ কোনভাবেই মেনে নিবে না। ইসলাম ও মুসলিম বিদ্বেষী এ ষড়যন্ত্র মোকাবেলায় মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমানদের পারস্পরিক হানাহানি ও সংঘাত দূর করতে হবে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গতকাল সন্ধ্যা ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবর রহমান, যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, মুহাম্মদ মুনতাসির আলী, সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা আহমদ আলী কাসেমী, এডভোকেট মোঃ মিজানুর রহমান, অধ্যাপক আবদুল হালিম, হাফেজ মাওলানা নোমান মাজহারী, অধ্যাপক মো: আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, মাওলানা তোফাজ্জল হোসনে মিয়াজী, মাওলানা আজীজুল হক প্রমুখ।

আগামীকাল মুসলিম ইনস্টিটিউটে চট্টগ্রাম বিভাগীয় উলামা সম্মেলন
আগামীকাল ৭ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ২:৩০টায় চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউটে খেলাফত মজলিসের উদ্যোগে বিভাগীয় উলামা সম্মেলন অনুষ্ঠিত হবে। সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য হাফেজ মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরে মজলিস অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক। বিশেষ অতিথি থাকবেন হেফাজতে ইসলামের নায়েবে আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, জামিয়া আরাবিয়া জিরি মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ মুহাম্মদ তৈয়ব। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন খেলাফত মজলিসের নায়েবে আমীর প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ, মাওলানা সাখাওয়াত হোসাইন, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আহমদ দিদার কাসেমী, খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা সরোয়ার কামাল আজিজী, ইলিয়াস আহমদ, মাওলানা মুফতি মুহাম্মদ আলী, মাওলানা নূরুল আলম আল-মামুন, অধ্যাপক মাওলানা এ এস এম খুরশীদ আলম, মাওলানা মুফতি সিহাব উদ্দিন, মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা মাহবুবুর রহমান হানিফ, মাওলানা মুফতি মুহাম্মদ মুসা প্রমুখ।