জেরুজালেম মুক্ত করাতে বিশ্ব মুসলিমকে প্রতিবাদ ও প্রতিরোধে ঝাপিয়ে পড়তে হবে: খেলাফত মজলিস
ঢাকা, ৮ ডিসেম্বর ২০১৭: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, মুসলমানদের পবিত্র নগরী জেরুজালেম হবে স্বাধীন ফিলিস্তিনের রাজধানী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক জেরুজালেমকে অবৈধ ইসরাইল রাষ্ট্রের রাজধানী ঘোষনা সম্পূর্ণ অবৈধ। ট্রাম্পের এ ঘোষনার বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। আল-কুদস তথা জেরুজালেম মুক্ত করার জন্যে বিশ্ব মুসলিমকে প্রতিবাদ ও প্রতিরোধে ঝাপিয়ে পড়তে হবে। ডোনাল্ড ট্রাম্প কর্তৃক জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষনার প্রতিবাদে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত প্রতিবাদী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে ও ঢাকা মহানগরী সাধারণ সম্পাদক মাওলানা আজীজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবুর রহমান, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী, এডভোকেট মো: মিজানুর রহমান, অধ্যাপক মো: আবদুল জলিল, ঢাকা মহানগরীর সহসভাপতি হাফেজ মাওলানা নূরুল হক, ডাঃ রিফাত হোসনে মালিক, মোঃ জহিরুল ইসলাম, খন্দকার সাহাব উদ্দিন আহমদ, এডভোকেট তাওহিদুল ইসলাম তুহিন, মো: আবুল হোসাইন, অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, ফয়জুল ইসলাম, মুহাম্মদ সেলিম হোসাইন, ছাত্র নেতা রমজান আলী, শ্রমিক নেতা আবুল কালাম প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা সৈয়দ মজিবর রহমান বলেন, ট্রাম্পের অবৈধ ঘোসনার মধ্য দিয়ে সারা বিশ্বে প্রতিবাদের ঢেউ সৃষ্টি হয়েছে। উহুদীদের হাতে থেকে জেরুজালেমকে উদ্ধারে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।
যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন বলেন, ট্রাম্প আগুন নিয়ে খেলা শুরু করেছে। জেরুজালেম হবে স্বাধীন ফিলিস্তিনের রাজধানী। ইসরাইল একটি অবৈধ রাষ্ট্র। মুসলমানদের পবিত্র স্থান জেরুজালেম কথনোই ইসরাইলের রাজধানী হতে পারে না।
ডোনাল্ড ট্রাম্প কর্তৃক জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষনার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা মহানগরীর মানববন্ধনের পূর্বে বিজয়নগর পানির ট্রাংকির সমানে থেকে এক বিক্ষোভ মিছিল প্রেসক্লাবের সমানে সমবেত হয়।