‘নিম্ন আদালত সংক্রান্ত সরকারী গেজেট বিচার বিভাগের স্বাধীনতার উপর মারাত্মক আঘাত’

ঢাকা, ১৩ ডিসেম্বর ২০১৭ঃ খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসার শহর জেরুজালেম কখনো অবৈধ ইহুদী রাষ্ট্র ইসরাইলের রাজধানী হতে পারে না। মুসলিম বিদ্বেষী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক আইনের লংঘন করেছেন। ট্রাম্পের ঘোষনা সম্পূর্ণ অবৈধ। অবিলম্বে ট্রাম্পের এ ঘোষনা প্রত্যাহর করতে হবে। ঐতিহাসিকভাবে জেরুজালেম ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ। তাই জেরুজালেমকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে ঘোষনা দিতে হবে। এ জন্যে ওআইসিসহ মুসলিমবিশ্বকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গতকাল সন্ধ্যা ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবর রহমান, অধ্যাপক মোহাম্মদ খালেকুজ্জামান, যুগ্মমহাসচিব মাওলানা অধ্যাপক আবদুল মুহাম্মদ হালিম, মুহাম্মদ শফিক উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা শফিউল আলম, এডভোকেট মোঃ মিজানুর রহমান, হাফেজ মাওলানা নোমান মাজহারী, অধ্যাপক মো: আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, মাওলানা তোফাজ্জল হোসনে মিয়াজী, মাওলানা আজীজুল হক প্রমুখ।
বৈঠকে গৃহীত এক প্রস্তাবে সরকার কর্তৃক প্রকাশিত নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালার গেজেটকে বিচার বিভাগের স্বাধীনতার উপর মারাত্মক আঘাত হিসেবে আক্ষায়িত করে তা প্রত্যাক্ষাণ করা হয়। প্রস্তাবে বলা হয়, সরকারের এ নতুন গেজেটের মাধ্যমে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ তথা সরকারের সরাসরি নিয়ন্ত্রণাধিন করার চেষ্টা করা হয়েছে। এতে নিম্ন আদালত সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে। এটা সংবিধানের ২২ অনুচ্ছেদ তথা বিচার বিভাগের স্বাধীন সত্ত্বার পরিপন্থী। সরকারকে অবিলম্বে এ গেজেট প্রত্যাহার করে বিচার বিভাগের স্বাধীনতা ও স্বকীয়তা অক্ষুন্ন থাকে এমন গেজেট প্রকাশ করতে হবে।
আগামী শুক্রবার দেশব্যাপী প্রতিবাদ দিবস
বৈঠকে গৃহীত এক সিদ্ধান্তে মুসলমানদের পবিত্র নগরী জেরুজালেমকে অবৈধ ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে আগামী ১৫ ডিসেম্বর ২০১৭, শুক্রবার দেশব্যাপী প্রতিবাদ দিবস পালনের কর্মসূচী ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচী অনুযায়ী জেরুজালেমকে অবৈধ ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে সরা দেশের বিভিন্ন শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ/ মিছিল/ মানববন্ধন/ প্রতিবাদ সভার কর্মসূচী পালিত হবে।