রাজনৈতিক সংকট নিরসনে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে: মাওলানা মোহাম্মদ ইসহাক
ঢাকা, ১৬ ডিসেম্বর ২০১৭: খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। এ জন্যে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কোন বিকল্প নেই। খেলাফত মজলিসের নেতা-কর্মীদের জনগণের অধিকার আদায়ের আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে একই সাথে সবাইকে জনসেবায় আত্মনিয়োগ করতে হবে। জনগণের দু:খ দুর্দশা লাঘবে সাধ্যমত ভূমিকা পালন করতে হবে। জাতির নেতৃত্ব প্রদানে জনগণের খেদমতে সফল হতে হবে। জাতীয় সংসদ নির্বাচনে সম্ভব্য প্রার্থীদের নিয়ে খেলাফত মজলিস আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনে এ কথা বলেন।

আজ সকাল ৯টায় বিজয়নগরস্থ মজলিস মিলনায়নে আমীরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আবদুল বাসিত আজাদ, যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, মুহাম্মদ মুনতাসির আলী, সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মুক্তিযোদ্ধা শফিউল আলম, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, এডভোকেট মোঃ মিজানুর রহমান, অধ্যাপক মো: আবদুল জলিল, মাওলানা তোফাজ্জল হোসনে মিয়াজী, অধ্যাপক আবদুস সবুর, মাওলানা আহমদ বিলাল, মুফতি শিহাবুদ্দীন, মুহাম্মদ রওশন আলী, মাওলানা বি এম সিরাজ, এডভোকেট ছারওয়ার রহমান চৌধুরী, মাওলানা দিলওয়ার হোসাইন, শাইখ আবদুল কাইউম জাকী, মাওলানা শাহ আলম, অধ্যাপক মোহাম্মদ সাইয়েদুর রহমান, মোঃ মিজানুর রহমান, মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, এডভোকেট মুহাম্মদ রফিকুর ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় উপস্থিত ডেলিগেটদের কাছ থেকে সংশ্লিষ্টদের আসন ভিত্তিক কাজের অবস্থার প্রতিবেদন গ্রহন করা হয় এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্যে সংগঠনকে শক্তিশালীকরণসহ ময়দানে তৎপরতা জোরদারের নির্দেশনা দেয়া হয়। উল্লেখ্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে অর্ধশতাধিক আসনে প্রতিদ্বন্দ্বীতা করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে খেলাফত মজলিস।