তৃনমূলের সকল শ্রেনি পেশার মানুষকে সংঘবদ্ধ করতে হবেঃ  মাওলানা সাখাওয়াত হোসেন

নোয়াখালী(চৌমুহনী) ২২ ডিসেম্বর ২০১৭ঃ খেলাফত মজলিস নোয়াখালী জেলা শাখার উদ্যোগে তৃনমূল নেতৃবৃন্দদের নিয়ে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন চৌমুহনী গনমিলনায়তনে গতকাল ২১ ডিসেম্বর ১৭ অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিস নোয়াখালী জেলা সহ-সভাপতি মাওঃ রুহুল আমীন চৌধুরীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মাওঃ শামছুদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখে খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক ড. মোস্তফিজুর রহমান ফয়সল, সাংগঠনিক সম্পাদক মাওঃ আহমদ আলী কাসেমী,  কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাষ্টার সাইফুদ্দীন, ফেনী জেলা সভাপতি মাওলানা আব্দুল হাই, লক্ষীপুর জেলা সভাপতি মাওঃ আবু সালমান, রিয়াদ মহানগরী সভাপতি মাওঃ মুহাম্মদ আলী মিল্লাত, কুয়েত সভাপতি মাওঃ ফখরুল ইসলাম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সহ-সাধারণ সম্পাদক মাওঃ মোরশেদ আলম মাসুম, হাফেজ মাওঃ জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওঃ মামুনুর রশীদ, অফিস সম্পাদক মাওঃ আব্দুল আলী আরমান, চৌমুহনী শহর সভাপতি মাওঃ ফয়েজ উল্যা মোঃ ফাইয়াজ, হাফেজ মাওঃ আবদুল আজিজ, ও মাওঃ তাজুল ইসলাম মাহমুদ। সম্মেলনে বক্তারা বলেন বাংলাদেশ ন্যায় ও ইনসাফভিত্তিক সরকার ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এ দেশের সমন্বয়ধর্মী ও গণভিত্তিক এতিহ্য চেতনা সমৃদ্ধ সংগঠন গড়ে তুলতে সর্বস্তরের মানুষকে সংঘঠিত করতে হবে। মুসলমানদের ঐক্যের অনুপস্থিতির কারনে আরাকান, ফিলিস্তিন সহ মুসলিম জনপদগুলো অমুসলিমরা দখলে নিয়ে যাচ্ছে, এমতাবস্থায় সর্বস্তরের জনগনকে ঐক্যবদ্ধ করে তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। সম্মেলনে বিভিন্ন ইউনিয়নের তৃনমূল দায়িত্বশীলগন বক্তৃতা করেন।