ঢাকা, ১৩ মার্চ ২০১৯  খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, নতুনভাবে জ্বালানী গ্যাসের মূল্যবৃদ্ধির অযৌক্তিক চেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে। দীর্ঘ দিন যাবৎ আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম অনেক কম। আর গ্যাস আমাদের নিজস্ব সম্পদ। সুতরাং নতুনকরে জ্বালানী গ্যাসের মূল্যবৃদ্ধি কোনভাবেই গ্রহনযোগ্য হবে না। অথচ গণশুনানির নামে গ্যাসের দাম রাড়ানোর আয়োজন চলছে। তিতাস গ্যাস বিতরণ কোম্পানি গ্যাসের দাম ১০২.৮৫ শতাংশ বাড়িয়ে প্রায় দ্বিগুণ করতে চাচ্ছে। কোম্পানিটি আবাসিকে একচুলা ৭৫০ টাকা থেকে এক হাজার ৩৫০ টাকা, দুই চুলা ৮০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪৪০ টাকা, বাণিজ্যিকে ১৭ দশমিক ০৪ টাকার পরিবর্তে ২৪ দশমিক ০৫ টাকা করার প্রস্তাব করেছে। এ প্রস্তাব কোনভাবেই গ্রহনযোগ্য নয়। জ্বালানী গ্যাসের দাম এক পয়সায়ও বাড়ানো যাবে না। সরকার আবারো গ্যাসের দাম বাড়ালে জনগণ রুখে দাড়াতে বাধ্য হবে।
গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবর রহমান, মাওলানা এস এম সাখাওয়াত হোসাইন, যুগ্মমহাসচিব শেখ গোলাম আসগর, মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসনে মিয়াজী, অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, এডভোকেট মোঃ মিজানুর রহমান, অধ্যাপক মো: আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, মাওলানা নোমান মাযহারী, মাওলানা আজীজুল হক, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, মুফতি ওযায়ের আমীন প্রমুখ।