বাংলাদেশের বিরুদ্ধে আনন্দবাজার পত্রিকার অপমানজনক প্রতিবেদন প্রত্যাহর করে ক্ষমা চাইতে হবে – খেলাফত মজলিস

ঢাকা, ২৩ জুন ২০১৯ : বাংলাদেশের ৮২৫৬টি পণ্যে চীনের শূল্কমুক্ত প্রবেশাধিকারকে ‘খয়রাতি’ উল্লেখ করে বিগত ২০ জুন ভারতের আনন্দাবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ঐ প্রতিবেদন প্রত্যাহার করে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া এবং আনন্দবাজারে ঢাকা প্রতিনিধির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। আজ প্রদত্ত এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, একটি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ যেকোন দেশের সাথে দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সমঝোতা করতেই পারে। করোনাভাইরাসের প্রেক্ষাপটে চীন বাংলাদেশের ৮২৫৬টি পণ্যে শূল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে, এটাকে চীনের পক্ষ থেকে বাংলাদেশকে ‘খয়রাতি’ উল্লেখ করে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের প্রতি অত্যন্ত অবমাননাকর। আনন্দবাজার পত্রিকার মত একটি সংবাদ মাধ্যমের পক্ষ থেকে একটি দেশের বিরুদ্ধে এ ধরণের অপমানজনক বক্তব্য সম্পূর্ণভাবে অগ্রহনযোগ্য এবং সাংবাদিকতার নীতি বিবর্জিত। বাংলাদেশ থেকে যে প্রতিনিধির বরাতে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তিনি দেশের মর্যাদা ও স্বার্থের বিপক্ষে অবস্থান নিয়েছেন। দেশের স্বার্থবিরোধী এহেন কর্মকান্ড বন্ধ করতে হবে।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের বিরুদ্ধে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত অপমানজনক ও অগ্রহনযোগ্য প্রতিবেদনটি অবিলম্বে প্রত্যাহার করে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং আনন্দবাজারে ঢাকা প্রতিনিধি যিনি এ প্রতিবেদন প্রেরণ করেছেন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করতে হবে। একই সাথে বাংলাদেশ সরকারকেও ভারতের আনন্দবাজর প্রত্রিকায় প্রকাশিত এ অপমানজনক প্রতিবেদনের কড়া প্রতিবাদ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের দাবী জানান।