ফিলিস্তিনে ইসরাইলী ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে আগামী ২১ মে শুক্রবার দেশব্যাপি বিক্ষোভ কর্মসূচী সফলের আহ্বান খেলাফত মজলিসের
ঢাকা, ১৯ মে ২০২১: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইহুদীবাদী ইসরাইলী বাহিনীর বর্বরোচিত হামলা ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে আগামী ২১ মে শুক্রবার বাদ জুম্মা দেশব্যাপি বিক্ষোভ কর্মসূচী সফলের আহ্বান জানিয়ে খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, বিগত ১০ দিন যাবৎ বিমান হামলা চালিয়ে গাজায় নারী শিশুসহ কয়েক শত ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, শত শত বাড়ী ধ্বংস করে দেয়া হয়েছে, মিডিয়া হাউজ, হাসপাতাল, শরণার্থী শিবিরে বোমা হামলা চালিয়ে যুদ্ধাপরাধ চালিয়ে যাচ্ছে ইসরাইল। ইসরাইলের এ বেপরোয়া ধ্বংসযজ্ঞ বন্ধে জাতিসংঘ নিরব দর্শকের ভূমিাক পালন করছে। ইসরাইলী বর্ববরতা বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব পর্যন্ত প্রকাশ করতে পরেনি জাতিসংঘ। জাতিসংঘের এ ব্যর্থতা লজ্জাজনক। ওআইসিও কার্যকর কোন ভূমিাক রাখতে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় অসহায় ফিলিস্তিনি জনগণের পক্ষে বিশ^ মুসলিমকে ঐক্যবদ্ধ প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশে^র সকল মানবতাবাদী মানুষকে ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আগামী ২১ মে শুক্রবার খেলাফত মজলিস ঘোষিত দেশব্যাপি বিক্ষোভ কর্মসূচী সফল করতে হবে। সবাইকে গাজা ও ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন অব্যাহত রাখতে হবে। পবিত্র আল-আকসা রক্ষা করতে হবে। ফিলিস্তিনকে মুক্ত করতে হবে।