গাজায় যুদ্ধাপরাধের জন্য ইসরাইলী নেতাদের আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে: খেলাফত মজলিস
ঢাকা, ২১ মে ২০২১: ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরোচিত বিমান হামলা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ করেছে খেলাফত মজলিস। এসব বিক্ষোভ সমাবেশে গাজায় ইসরাইলের নির্বিচার বিমান হামলা, নারী- শিশু নির্বিশেষে নিরাপরাধ ফিলিস্তিনিদের হত্যা, ভয়াবহ ধ্বংসযজ্ঞ ও যুদ্ধাপরাধের জন্য বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরাইলী নেতা ও সামরিক কর্মকর্তাদের আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে বিচার দাবী করা হয়েছে। একইসাথে বক্তারা বলেন, জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্বাসীকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বাদ জুম্মা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইট থেকে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তাওহিদুল ইসলাম তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-বায়তুলমাল সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, হাজী নূর হোসেন, মোঃ জহিরুল ইসলাম, হাফেজ মাওলানা নূরুল হক, মোঃ আবুল হোসেন, হুমায়ুন কবির আজাদ, কাজী আরিফুর রহমান, মুফতি সাইফুল হক, এডভোকেট শায়খুল ইসলাম, ছাত্র মজলিস নেতা কে এম ইমরান হোসাইন প্রমুখ। সমাবেশে শেষে এক বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে পল্টন মোড় হয়ে বিজয়নগর নাইটেঙ্গেল মোড়ে এসে শেষ হয়।
ঢাকা মহানগরী উত্তর
বাদ জুম্মা উত্তরা হাউজবিল্ডিং থেকে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। ঢাকা মহানগরী উত্তরের সহসভাপতি সাহাব উদ্দিন খন্দকারের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের যুগ্মমহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল। বক্তব্য রাখেন মাওলানা সাইফুদ্দিন আহমদের মাওলানা সাইফুদ্দিন আহমদ, এনামুল হক হাসান প্রমুখ।
বাদ জুম্মা মিরপুর ১০ নং গোল চক্কর হতে ঢাকা মহানগরী উত্তরের সভাপতি প্রফেসর ডাঃ ইবনে মালিকের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে আমীর আলী হাওলাদার, মাওলানা আবু ইউসুফ, মোঃ আবুল কালাম প্রমুখ বক্তব্য রাখেন।
সিলেট মহানগরী
সিলেট মহানগরী খেলাফত মজলিসের উদ্যোগে বাদ জুম্মা বন্দরবাজার জামে মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। সিলেট মহানগর সভাপতি অধ্যাপক বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম হাসানের পরিচালনায় নগরীর সুরমা পয়েন্টে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা ক্বরী সিরাজুল ইসলাম, মাওলানা শাহ মুহাম্মদ আশিকুর রহমান, অধ্যক্ষ আবদুল হান্নান, মাওলানা রওনক আহমদ, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, ডাঃ মুহাম্মদ ফয়জুল হক, এডভোকেট মুহাম্মদ ফজর আলী, মাওলানা মুখলিসুর রহমান, মাওলানা নেহাল আহমদ, প্রভাষক আহমদ সাইফুর রহমান, মাওলানা জুনায়েদ আহমদ প্রমুখ।
চট্টগ্রাম মহানগরী
বাদ জুম্মা আন্দর কিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইটে চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে বিক্ষোভ সমাবেমে অনুষ্টিত হয়। মহানগর সভাপতি অধ্যাপক মাওলানা এ এসএম খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবশে বক্তব্য রাখেন শিহাব উদ্দিন কামালী, মোস্তফা কামাল ফয়সল, আবু বকর সিদ্দিক আহাদ, আল-আমিন প্রমুখ।
বরিশাল মহানগরী
বাদ জুম্মা খেলাফত মজলিস বরিশাল মহানগরীর উদ্যোগে বরিশাল টাউন হলের সামনে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরিশাল মহানগরী সভাপতি মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে ও সাধাল সম্পাদক নূরুল আলম পারভেজের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ- প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক এ কে এম মহাবুব আলম, মাস্টার আবদুল মজিদ, অধ্যাপক মোয়াজ্জেম হোসন প্রমুখ।
রংপুর মহানগরী
বাদ জুম্মা রংপুর সিটি কর্পোরশেন গেইটে খেলাফত মজলিস রংপুর মহানগরী ও জেলার যৌথ উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। রংপুর মহানগর সভাপতি অধ্যাপক তাওহিদুর রহমাজান মন্ডল রাজুর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী আহমদ আলী মোল্লার পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্ব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাস্টার সিরাজুল ইসলাম। বক্ব্য রাখেন রংপুর জেলা সভাপতি ক্বারী মাওলানা আশরাফুল ্অলম, মিসির উদ্দিন সরকার, মাওলানা মাঈদুল ইসলাম, ফজলুল হক প্রমুখ।
মোমেনশাহী জেলা
বাদ জুম্মা ময়মনসিংহ বড় মসজিদের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সরক প্রদক্ষিণ করে নতুনবাজারে গিয়ে শেষ হয়। খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা সহসভাপতি মাওলানা এহসানুল হক সরকারের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা সিদ্দিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম, প্রভাষক আবদুল করিম, মাওলানা কাজী যোবায়ের আহমদ, মুফতি রমজান আলী, প্রভাষক আবুল হোসাইন প্রমুখ।
এ ছাড়া ফিলিস্তিনে ইসরাইল বর্বরতার প্রতিবাদে সিলেটের দক্ষিণ সুরমা, ওসমানীনগর, বিশ্বনাথ, মৌলভীবাজার শহর, বড়লেখা, হবিগঞ্জের নবীগঞ্জ, বাহুবল, সুনামগঞ্জের ছাতক, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কুড়িগ্রাম, গাইবান্ধ, মুন্সীগঞ্জের মিরকাদিমসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় খেলাফত মজলিসের উদ্যোগে বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত হয়।