ঢাকা, ০৭ জুন ২০২১ :  রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আজ ভোর ৪টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্থদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেছে খেলাফত মজলিস।

আজ (৭ জুন)  প্রদত্ত এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, মহাখালীর সাততলা বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্থদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। আগুনে পুড়ে ঘর হারিয়ে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষগুলো পরিবার পরিজন নিয়ে যে নিদারণ কষ্টে পতিত হয়েছে তা ভাষায় বর্ণনা করার মত নয়। আমি মহান আল্লাহর দরবারে কামনা করছি, আল্লাহ যেন অসহায় এসব মানুষের কষ্ট দ্রুত লাঘব করে দেন। তাদেরকে ধৈর্য্যধারণের তৌফিক দান করেন।

বিবৃতিতে মাওলানা ইসহাক আগুনে ক্ষতিগ্রস্থদেরকে ঘর নির্মাণ সহ দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি ঘন ঘন আগুন লাগার কারণ উদঘাটন করে তা দ্রুত নিরসনের মাধ্যমে বস্তিবাসীর নিরাপদ জীবন নিশ্চিত করতে জোর দাবি জানান।