সম্প্রতি চট্টগ্রাম নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকার একটি জামে মসজিদে উচ্চস্বরে আজানের বন্ধের ঔদ্ধত্যপূর্ণ দাবির করেছেন চট্টগ্রাম ক্লাব সভাপতি নাদের খান ও তার স্ত্রী হাসিনা খান। তাদের এই ঔদ্ধত্যপূর্ণ দাবির বিরুদ্ধে তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজানের প্রচলন যখন শুরু করেছেন তখন থেকেই তা উচ্চ স্বরেই দেওয়ার ঘোষণা দিয়েছেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে আজানের স্বর নিচু করার দাবি মূলত ইসলামের এই বিধানের সাথে ঔদ্ধত্য প্রদর্শনের শামিল। আজানের শব্দ একমাত্র অপছন্দ শয়তান ও তার দোষরদের হতে পারে, কোন মুসলমানের নয়। উচ্চস্বরে আল্লাহর বড়ত্ব ও মহত্ব প্রকাশ করলে কারো যদি গায়ে লাগে তাহলে তার জায়গা এদেশে নয়। প্রকাশ্যে এমন বক্তব্যের জন্য আমরা নাদের খান ও তার স্ত্রীকে ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি। নতুবা ধর্মীয় অনুভূতিতে আঘাতের কারণে প্রশাসনকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।