ঢাকা, ৩০ মার্চ ২০২৩: কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকের প্রধান প্রশিক্ষক ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা শিব্বির আহমদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী ও মহাসচিব ড: আহমদ আবদুল কাদের।
প্রদত্ত শোকবাণীতে নেতৃদ্বয় বলেন, মাওলানা শিব্বির আহমদ ছিলেন দেশের একজন প্রথিতযশা আলেমে দ্বীন। তিনি নোয়াখালীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম চরমুটুয়া মাদ্রাসার সদরুল মুদাররিস ছিলেন। এদেশে কওমী মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণকে ত্বরান্বিত করতে তিনি ব্যাপক ভূমিকা রেখে গেছেন। বিশেষ করে যুগোপযোগী নাহু চর্চায় তার অনন্য অবদান জাতি স্মরণ রাখবে যুগের পর যুগ। তাঁর ইন্তেকালে জাতি একজন মহান ব্যক্তিকে হারালো। তাঁর অনুপস্থিতি ইলমে দ্বীনের অঙ্গনে বিশাল শূন্যতা সৃষ্টি করবে। মহান আল্লাহ আমাদের এই শূন্যতা দ্রুত পূরণ করে দিন।
খেলাফত মজলিস নেতৃদ্বয় মাওলানা শিব্বির আহমদের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।