শামসুজ্জামান সভাপতি ও সৈয়দ জাবির সাধারণ সম্পাদক

গত ১৪ মে ২০২৩ রবিবার খেলাফত মজলিস পর্তুগাল শাখা পুনর্গঠন হয়। লিসবন মার্তিম মনিজ স্কয়ারের খিদমাহ ট্রাভেলস-এর হলরুমে অনুষ্ঠিত মজলিসে শুরার অধিবেশনে শুরা সদস্যগণের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে মোহাম্মাদ শামসুজ্জামানকে সভাপতি ও সৈয়দ জাবির আহমদেকে সাধারণ সম্পাদক হিসেবে পুননির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট পর্তুগাল শাখা পুনর্গঠিত হয়। শাখা সভাপতি মোহাম্মাদ শামসুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ জাবির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মজলিসে শুরার এ অধিবেশনে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমীর ও ইউরোপ-আমেরিকা জোন পরিচালক মাওলানা আবদুল কাদির সালেহ । প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রবাস জীবনের বাস্তবতা ও ইউরোপে ইসলামী আন্দোলনের কর্মকৌশল বিষয়ে বক্তব্য রাখেন এবং প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে আত্মগঠন, নিজের মানোন্নয়ন ও দ্বীনের দাওয়াতে আত্মনিয়োগের আহ্বান জানান।

কমিটির অন্য সদস্যগণ হলেন:

সহ-সভাপতি: মাওলানা রাশেদ আহমদ ও মাওলানা আকমল হোসাইন, সহ-সাধারণ সম্পাদক জামিল আহমদ, বায়তুলমাল সম্পাদক রাশেদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শাহরুপ আহমদ, তারবিয়াহ সম্পাদক হাফিজ মাওলানা ফাহিয়ান আহমদ, প্রচার সম্পাদক মোহাম্মাদ আবু সাঈদ, নির্বাহী পরিষদ সদস্য হাফিজ মনসুর আহমদ, আরিফুর রহমান গালিব, মাওলানা বাহার উদ্দিন, মোহাম্মাদ নূরুল হক, সেলিম তফাদার, সৈয়দ সাইদুর রহমান,আহমদ হোসেন ও মাওলানা হেলাল উদ্দিন।