তৃনমূল পর্যায়ে শ্রমিক মজলিসের কাজ পৌঁছে দিতে হবে-মাওলানা আবদুল বাছিত আজাদ
০২ জুন ২০২৩ঃ দেশের প্রায় সাড়ে সাত কোটি শ্রমিকদের দক্ষ করে গড়ে তোলা ও তাদের ন্যায্য প্রাপ্য পৌঁছে দিতে হলে শ্রমিক মজলিসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শ্রমিকদের ন্যুনতম মৌলিক চাহিদা পূরণে তাদের বেতন বৃদ্ধি করতে হবে। কারখানা বা কোম্পানীর মুনাফায় শ্রমিকের অংশ থাকতে হবে। দেশ পরিচালনায় শ্রমিকের স্টেক হোল্ডার হতে হবে। নীতিনির্ধারণী পর্যায়ে শ্রমিকের অংশগ্রহণের সুযোগ দিতে হবে। শ্রমিক মজলিস-এর উদ্যোগে কেন্দ্রীয় নির্বাহী সদস্যদের নিয়ে দিনব্যাপী কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিস-এর ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ উপরিউক্ত কথাগুলো বলেন।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবদুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে হেদায়েতী বক্তব্য পেশ করেন খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের।
কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এইচ এম এরশাদের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা, হেদায়েতী বক্তব্য পেশ ও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব এডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, এবিএম সিরাজুল মামুন, অধ্যাপক আবদুল জলিল, সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এ এ এম ফয়েজ হোসেন, শুভেচ্ছা বক্তব্য পেশ করেন সম্মিলিত শ্রমিক পরিষদের নির্বাহী সমন্বয়ক ও বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আবদুর রহমান।
দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক মজলিসের সহ-সভাপতি আলহাজ্ব আমীর আলী হাওলাদার, মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন, অফিস ও প্রচার সম্পাদক মাওলানা কবি খালেদ সানোয়ার, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা হেলাল উদ্দিন, নির্বাহী সদস্য ইন্জিনিয়ার শেখ মতিউর রহমান, ইন্জিনিয়ার তরিকুল ইসলাম, মুহাম্মদ ইব্রাহীম খলীল, মুহাম্মদ আবদুল কাইউম, ঢাকা মহানগরী দক্ষিণ সেক্রেটারি মুহাম্মদ ইউনুস আলী, উত্তর সেক্রেটারি মাওলানা আতাউল হক।