আগামী ২৯ জুলাই খেলাফত মজলিস ঢাকা বিভাগীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে গত ০৭ জুলাই ২০২৩ শুক্রবার বিকাল সাড়ে ৫টায় ঢাকা বিভাগীয় জেলা-মহানগরী দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সংগ্রামী মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

ঢাকা বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক ও সংগঠনের যুগ্ম-মহাসচিব এবিএম সিরাজুল মামুনের সভাপতিত্বে ও সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সংগঠনের যুগ্ম-মহাসচিব অধ্যাপক মোঃ আবদুল জলিলের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার সাহাব উদ্দিন আহমদ, কেন্দ্রীয় সহ-বায়তুলমাল সম্পাদক মোঃ জিল্লুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী নূর হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হক, সহ-সভাপতি মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো: আবুল হোসাইন, সহ-সাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমান, ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আজীজুল হক, নারায়ণগঞ্জ মহানগরী সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক মো: ইলিয়াস আহমদ, নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান পায়েল, মানিকগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ, নির্বাহী সদস্য মাওলানা আনিসুর রহমান, ঢাকা জেলা সাধারণ সম্পাদক মুফতি আলী আকরাম, মুন্সিঞ্জ জেলা সাধারণ সম্পাদক এবিএম মশিউর বিন আনোয়ার, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ মাহতাব উদ্দিন, গাজীপুর জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহাম্মদ শফিউল্লাহ, নরসিংদী জেলা সভাপতি ইসমাইল মোল্লা, সাধারণ সম্পাদক মাওলানা শামসুদ্দিন, ফরিদপুর জেলা সভাপতি মাওলানা এইচ এম হুমায়ুন কবির, শরীয়তপুর জেলা সভাপতি মাওলানা বিএম সিরাজুল ইসলাম, রাজবাড়ী জেলা সভাপতি মাওলানা মোবারক হেসাইন, সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মোঃ আবু সাঈদ, মাদারীপুর জেলা সভাপতি মাওলানা আইউব আলী, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মদ আবদুল করিম, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এইচএম এরশাদ, শ্রমিক মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, ঢাকা মহানগরী উত্তর সভাপতি ইঞ্জিনিয়ার মতিউর রহমান প্রমুখ।

বৈঠকে খেলাফত মজলিস ঘোষিত ৮ দফা দাবী আদায়ের লক্ষ্যে আগামী ২৯ জুলাই সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সমানে ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয় এবং এ উপলেক্ষ্যে ঢাকা বিভাগের সকল জেলা-মহানগরী এবং থানা উপজেলা সফরের সিদ্ধান্ত গৃহীত হয়।