ঢাকা, ১৩ জুলাই ২০২৩: খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে দ্রব্যমূল্যের ক্রম ঊর্ধ্বগতি, ডেঙ্গু রোগের ভয়াবহ বিস্তার ও চিকিৎসা সংকট, নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠায় ক্ষমতাসীনদের অনীহায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। খেলাফত মজলিস নেতৃবৃন্দ গভীর উদ্বেগের সাথে বলেন, দ্রব্যমূল্যের কষাঘাতে সাধারণ মানুষ প্রাত্যহিক ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে, সঞ্চয় ভেঙে সংসার চালাচ্ছে, ঋণগ্রস্থ হয়ে পড়ছে। বেকারত্ব বেড়ে চলেছে। সিটি কর্পোরেশন ও পৌর কর্তৃপক্ষ মশা নিধনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বিস্তার বাড়ছে। মানুষের জীবনযাত্রা দুর্বিসহ হয়ে উঠেছে। মাত্র কয়েক মাস পর নির্বাচন, অথচ সরকার নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার গণদাবি অগ্রাহ্য করে দেশকে ভয়াবহ সংকটের দিকে ঠেলে দিচ্ছে। সচেতন দেশবাসী এবার তা হতে দিবে না।

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত আমীরে মজলিস মাওলানা আবদুল বাছিত আজাদ। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত মাসিক নির্বাহী বৈঠকে উপস্থিত ছিলেন – নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ সালাহ উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, বায়তুলমাল সম্পাদক আবু সালেহীন, সমাজকল্যাণ সম্পাদক ডা: রিফাত হোসেন মালিক, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, সহ-সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন খন্দকার, মুফতি আবদুল হক আমিনী, ডা: আসাদুল্লাহ, সহ-প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, সহ-বায়তুলমাল সম্পাদক জিল্লুর রহমান, সহ-দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফয়েজ আহমদ, সহ-আইন সম্পাদক এডভোকেট শায়খুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা ফিরোজ আহমদ, ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক, উত্তর সভাপতি সাইফ উদ্দিন আহমদ খন্দকার, দক্ষিণ সাধারণ সম্পাদক আবুল হোসাইন, উত্তর সাধারণ সম্পাদক প্রিন্সিপাল আজিজুল হক প্রমুখ।

সভায় নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন সহ চলমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক সংকট নিরসনে খেলাফত মজলিস ঘোষিত ৮দফা দাবি আদায়ে আজ থেকে শুরু হওয়া দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ সফলের জন্য নেতাকর্মী ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

আজ দুপুর ৩টায় রাজশাহী মহানগরের জিরো পয়েন্টে রাজশাহী বিভাগীয় সমাবেশ, আগামী ১৪ জুলাই দেওয়ানহাট মোড়ে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ, ১৫ জুলাই মাইজদী প্রেস ক্লাব চত্ত্বরে নোয়াখালী জোন সমাবেশ, ১৫ জুলাই শহীদ মিনার চত্ত্বরে রংপুর বিভাগীয় সমাবেশ, ২০ জুলাই টাউনহল ময়দানে কুমিল্লা জোন সমাবেশ, ২১ জুলাই টাউনহল চত্ত্বরে ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ, ২২ জুলাই টাউনহল চত্ত্বরে বরিশাল বিভাগীয় সমাবেশ, ২২ জুলাই রেজিস্ট্রি মাঠে সিলেট বিভাগীয় সমাবেশ, ২৭ জুলাই ডাকবাংলা চত্ত্বরে খুলনা বিভাগীয় সমাবেশ এবং সর্বশেষ ২৯ জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কে ঢাকা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।