আন্দোলনরত চিকিৎসকদের ন্যায্য দাবি মেনে নেয়ার আহ্বান খেলাফত মজলিসের

ঢাকা, ১৭ জুলাই ২০২৩: দেশের মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোর বেসরকারি পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকগণ তাদের মাসিক ভাতা বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। চিকিৎসকদের ন্যায্য দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি একাত্মতা পোষণ করেছে খেলাফত মজলিস।

আজ এক যুক্ত বিবৃতিতে খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবদুল বাসিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, এমবিবিএস উত্তীর্ণের পর বেসরকারি পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকগণকে যে ন্যুনতম মাসিক ভাতা ২০ হাজার টাকা করে দেয়া হয় বর্তমান দুর্মূল্যের বাজারে যথেষ্ট নয়। এ সময়ে তাদেরকে কোন প্রাইভেট প্র্যাক্টিসেরও সুযোগ দেয়া হয় না। সবচেয়ে দু:খজনক ব্যাপার হচ্ছে তাদের এ ২০ হাজার টাকা ভাতা মাসের পর মাস বকেয়া রেখেছে সরকার। অথচ এসব চিকিৎসকের সংসার ও সমাজ রয়েছে। দেশ সেরা মেধাবী শিক্ষানবিস ডাক্তারদের এমন মানবেতর জীবনযাত্রা আমাদের জন্য লজ্জাজনক। তাদের আন্দোলনের কারণে হাসপাতালগুলোতে চিকিৎসা সংকট দেখা দিয়েছে। তাদের এই অবমূল্যায়ন মেধাবী শিক্ষার্থীদের মেডিকেলে পড়ার আগ্রহ নষ্ট করে দিতে পারে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে শিক্ষানবিস চিকিৎসকদের ন্যায়সঙ্গত দাবিগুলো মেনে নিন। হাসপাতালগুলোতে চিকিৎসার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনুন।