ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে সর্বনিম্ন ভোটার উপস্থিতি প্রমাণ করলো মানুষ তামাশার নির্বাচন বয়কট করেছে – খেলাফত মজলিস
ঢাকা, ২০ জুলাই ২০২৩: গত ১৭ জুলাই ঢাকা-১৭ সংসদীয় আসনের উপনির্বাচনে নির্দলীয় প্রার্থীর উপর হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস। গতকাল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাপ্তাহিক বৈঠকে খেলাফত মজলিস নেতৃবৃন্দ বলেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে সর্বনিম্ন ভোটার উপস্থিতি প্রমাণ করলো মানুষ তামাশার নির্বাচন বয়কট করেছে। সেখানে একজন প্রতিদ্বন্দ্বী নির্দলীয় প্রার্থী আশরাফুল আলম হিরোকে পর্যন্ত সরকার দলীয় লোকজন সহ্য করতে পারেনি। তার উপর হামলা হলেও প্রশাসন ও নির্বাচন কমিশন তাকে কোন সুরক্ষা দিতে পারেনি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। এ উপনির্বাচন আবারো প্রমাণ করলো আওয়ামীলীগের অধীনে কোন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে যা আজ গণদাবিতে পরিণত হয়েছে।
গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমীরে মজলিস মাওলানা আবদুল বাছিত আজাদের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত সাপ্তাহিক বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেম, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার শাহাব উদ্দিন আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, সহ-বায়তুলমাল সম্পদাক জিল্লুর রহমান, সহ-আইন সম্পাদক এডভোকেট শায়খুল ইসলাম, ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক, উত্তর সভাপতি অধ্যাপক খন্দকার সাইফ উদ্দিন আহমদ, দক্ষিণ সাধারণ সম্পাদক আবুল হোসাইন প্রমুখ।