এডভোকেট সানাউল্লাহ মিয়া সবসময় মজলুমের পক্ষে ছিলেন: খেলাফত মজলিস
ঢাকা, ২৮ মার্চ ২০২০: ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক প্রখ্যাত আইনজীবী এডভোকেট সানাউল্লাহ মিয়ার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। আজ প্রদত্ত এক যৌথ শোক বাণীতে নেতৃদ্বয় বলেন, মরহুম এডভোকেট সানাউল্লাহ মিয়া একজন জনদরদী আইজীবী ছিলেন। তিনি সবসময় মজলুমের পক্ষে ছিলেন। রাজনৈতিক প্রতিহিংসার শিকার জাতীয় পর্যায়ের ও তৃণমূল নেতাকর্মীদের আইনী সহায়তা প্রদানে তিনি অগ্রগামী ভূমিকা পালন করেছেন। বিশেষ করে হেফাজতের আন্দোলনের সময়ে আলেম-ওলামাদের বিরুদ্ধে দায়েরকৃত বিভিন্ন মামলায় অত্যন্ত আন্তরিকতার সহিত আইনী সহায়তা করেছেন। আইন অঙ্গণে তাঁর অবদান আজীবন স্মরণ থাকবে। তাঁর মৃত্যুতে সৃষ্ট শূণ্যতা পূরণ হবার নয়।
প্রদত্ত যৌথ শোক বাণীতে খেলাফত মজলিস নেতৃদ্বয় মরহুম এডভোকেট সানাউল্লাহ মিয়ার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দু’আ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।